ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - পিরোজপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ রোপন অভিযান এবং বনজ, ফলদ ও ভেষজ মেলা শুরু

পিরোজপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ রোপন অভিযান এবং বনজ, ফলদ ও ভেষজ মেলা শুরু

 

পিরোজপুর প্রতিনিধি <>
“শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ”- এ প্রতিপাদ্যে পিরোজপুরে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ রোপন অভিযান এবং বনজ, ফলদ ও ভেষজ মেলা। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর যৌথ আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের বাস ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় । র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শেষে আলোচনা সভায় বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হেনা মোঃ জাফর ও সহকারি বন সংরক্ষক এস এম আলী আজগর। শুরু হওয়া বৃক্ষ মেলা শেষ হবে আগামী শনিবার। মেলায় জেলার বিভিন্ন নার্সারির ফলজ, বনজ, ভেষজ ও ফুলের মোট ২৪টি স্টল অংশ নেয়। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে প্রতিদিন রাত ৮টা পর্যন্ত। পরে মেলা প্রাঙ্গনে আগত অতিথিরা একটি আমলকীর চারা রোপন করেন। বৃক্ষপ্রেমীরা এ মেলা থেকে পছন্দের গাছ কেনার জন্য মেলা প্রাঙ্গনে ভীড় করেন।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন আটক

পিরোজপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে আটক করেছে ...