ব্রেকিং নিউজ
Home - এক্সক্লুসিভ - মঠবাড়িয়ায় উফশী আউশ ব্রি-৪৮ ধানের শস্য কর্তন শুরু

মঠবাড়িয়ায় উফশী আউশ ব্রি-৪৮ ধানের শস্য কর্তন শুরু

বিশেষ প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় উচ্চ ফলনশীল আউশ ধান ব্রি-৪৮ এর শস্য কর্তন শুরু হয়েছে। মঠবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে আজ শনিবার বিকালে উপজেলার তুষখালী কৃষি ব্লকে আউশ মৌসুমের শস্য কর্তন মৌসুম উপলক্ষে তুষখালী কলেজ মিলনায়তনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পিরোজপুর এর উপ পরিচালক মো. আবুল হোসেন তালুকদার এ শস্যকর্তন ও কৃষক মাঠদিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় স্থানীয় তুষখালী গ্রামের সফল কৃষক বশীর আহম্মেদের পাকা আউশ ধানের প্লটের শস্য কর্তন করা হয়। এসময় কৃষি দপ্তরের কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
পরে তুষখালী কলেজে মঠবাড়িয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে মাঠদিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মাঠসভায় বক্তব্য দেন তুষখালী কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন,.্উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার কর্মকার, প্রভাষক লোকমান হোসেন, স্থানীয় কৃষক ফজলুর রহমান ও মো. হেমায়েত খান প্রমূখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তর সূত্রে জানাগেছে, সরকারের রাজস্বখাতের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ১১ ইউনিয়নে ৩০টি কৃষি প্রদর্শনী প্লটে এ আউশ মৌসুমে ব্রি-৪৮ জাতের উচ্চফলনশীল ধানের আবাদ করা হয়। এছাড়া এবার মঠবাড়িয়ায় ৪ হাজার ৫৪০ হেক্টর কৃষি জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। আবাদকৃত এ আউশ ধান ক্ষেতের ফলনের এখন কর্তন মৌসুম চলছে। কৃষকরা আ্উশ ধান আবাদ করে এবার আশানুরুপ ফলন পাচ্ছেন। উচ্চ ফলনশীল ব্রি-৪৮ আউশ জাতের ধানের আবাদে হেক্টর প্রতি সাড়ে পাঁচ টন থেকে ছয় টন ধানের ফসল উত্তোলন করা সম্ভব হবে।

এ বিষয়ে তুষখালী গ্রামের কৃষক বশীর আহম্মেদ জানান, তিনি এবার জমিতে ব্রি-৪৮ জাতের আউশ ধানের আবাদ করে লাভবান হয়েছেন। এবার আবহাওয়া অনুকুলে থাকা ও ধানে পোকামাকড়েরর আক্রমন কম থাকায় এলাকার কৃষকরা ব্রি-৪৮ জাতের আউশ ধান আবাদে লাভবান হয়েছেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...