ব্রেকিং নিউজ
Home - খোলা কলাম - মঠবাড়িয়ায় সিডর দিবস পালিতঃ ঝড়ে ধ্বংসলীলার ওপর চিত্র প্রদর্শনী

মঠবাড়িয়ায় সিডর দিবস পালিতঃ ঝড়ে ধ্বংসলীলার ওপর চিত্র প্রদর্শনী

ইসমাইল হাওলাদার : ২০০৭ সালের ১৫ নভেম্বর রাতে সিডরে নিহতদের স্মরণ ও ঝড়ের ধ্বংস লীলার ওপর আজ রোববার থেকে তিন দিন ব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বাধীনতা চিকিৎষক পরিষদ নেতা অধ্যাপক ডা: এম নজরুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রদর্ষনীর উদ্যোগ গ্রহন করেন।

প্রতিদিন শত শত মানুষ সিডরের চিত্র প্রদর্শনী দেখে সেই ভয়াল রাতের কথা স্মরণ করছে ৷

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...