ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বামনায় উদীচী শিল্পী গোষ্ঠির নবম দ্বি-বার্ষিক সম্মেলন

বামনায় উদীচী শিল্পী গোষ্ঠির নবম দ্বি-বার্ষিক সম্মেলন

বামনা প্রতিনিধি >
বরগুনার বামনায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠির নবম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উদীচীর কেন্দ্রীয় সংসদ সদস্য হোসনে আরা লাভলী আজ শুক্রবার সকালে বামনা আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। b-2
পরে জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই এ বক্তব্য সামনে রেখে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে উদীচী বামনা উপজেলা শাখার সভাপতি মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়। bb
এতে বক্তব্য দেন বরগুনা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট মো. শাহজাহান, কেন্দ্রীয় উদীচীর সদস্য হোসনে আরা লাভলী, বরগুনা জেলা আইনজীবী সমিতির এডভোকেট মো. আবদুল মোতালেব মিয়া, উদীচী জাতীয় পরিষদ সদস্য শিবু সাওজাল প্রমূখ।
অনুষ্ঠানে উদীচীর বামনা,মঠবাড়িয়া ও বরগুনা শাখার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...