Home - জাতীয় - ভান্ডারিয়ায় আল -আরাফাহ্ ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রম

ভান্ডারিয়ায় আল -আরাফাহ্ ব্যাংকের স্কুল ব্যাংকিং কার্যক্রম

ভান্ডারিয়া প্রতিনিধি >

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আজ বুধবার  উপজেলার দক্ষিণ তারাবুনিয়া মোয়াল্লেম আহম্মেদ ছফির উদ্দিন দাখিল মাদ্রাসায় আল -আরাফাহ্ ইসলামি ব্যাংক ভান্ডারিয়া শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং  হিসাব খোলার কার্যক্রমের শুরু হয়েছে। ভান্ডারিয়া শাখা ব্যাবস্থাপক এস.এম.খালিদ হোসেন তালুকদার এ কার্যক্রমের উদ্বোধন করেন ।

এসময় উপস্থিত ছিলেন আপারেশন ম্যানেজার মোল্লা মাসুদুর রহমান, সিনিয়ন এক্সজিকিউটিব অফিসার মো. জাকির হোসেন, মাদ্রাসার সহকারী সুপার মাহাবুব হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।

শিক্ষার্থীদের সঞ্চয়, টিউশন ফি, বেতন, অন্যান্য আর্থিক ফি সংগ্রহের জন্য এ উদ্যোগে নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ সময় ওই প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থীরা এ হিসাব খোলা কার্যক্রমে অংশ নেয়।

Leave a Reply

x

Check Also

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলী – ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম

আমাদের প্রাণের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অগ্রণী বাঙালি কবি, বিংশ শতাব্দীর ...