ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালী ইউপি ৩ স্থগিত কেন্দ্রে নির্বাচন ৩১অক্টোবর

কাউখালী ইউপি ৩ স্থগিত কেন্দ্রে নির্বাচন ৩১অক্টোবর

কাউখালী প্রতিনিধি >
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম দফায় সময় পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ২টি এবং চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ১টি কেন্দ্রে অনিয়ম-সহিংসতায় স্থগিত ভোটকেন্দ্রে পুনরায় ভোটের সময় ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ অক্টোবর স্থগিত ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পুনরায় ভোট নেওয়া হবে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব ফরহাদ আহাম্মদ খান।
এসব ইউপিতে নতুন করে প্রার্থী হওয়ার সুযোগ নেই। বিদ্যমান প্রার্থীরাই পুনরায় ভোটে অংশ নেবেন।
এদিকে কাউখালী শিয়ালকাঠী ইউনিয়নের স্থাগিত কেন্দ্রে ৩১ অক্টোবর ভোট গ্রহন হচ্ছে না। ওই কেন্দ্রে তদন্তে বন্ধ(রিট নিস্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন স্থাগিত) পুনঃনির্বাচন সংক্রান্ত বিষয়ে পরবর্তীতে জানাবে ইসি।
৩১ অক্টোবর সয়না রঘুনাথপুর ইউনিয়নে ১নং ওর্য়াড হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র,২নং ওয়ার্ড বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বেকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ ছাড়া কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়নের ২ জন সংরক্ষিত ও ৭জন সাধারন সদস্য,চিরাপাড়া ইউপির ৩জন সংরক্ষিত ও ৭জন সাধারন সদস্য এবং শিয়ালকাঠী ইউনিয়নের ২জন সংরক্ষিত এবং ৭জন সাধারন সদস্যদের নির্বাচিত ঘোষিত প্রার্থীদের গেজেট প্রকাশ করেছে সংশ্লিষ্ট রিটানিং অফিসার। বৃহস্পতিবার তাদের শপথ পাঠ করানো হবে বলে কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুন জানান।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...