ব্রেকিং নিউজ
Home - খোলা কলাম - পরিবেশ বান্ধব

পরিবেশ বান্ধব

রাসেল সবুজ >

প্রকৃতি আমাদের বাঁচায়, অফুরাণ প্রাণে সাজায়। প্রকৃতি শোভন রূপে আমরা মুগ্ধ হই আবার প্রাণ প্রকৃতি বেঁচে থাকা মানে মানুষও বেঁচে থাকা।প্রাণ প্রকৃতি, জীব বৈচিত্র্য বিলুপ্তি কিংবা বিনস্ট করে মানুষের সুস্থ ভাবে টিকে থাকা অসম্ভব। কেননা প্রকৃতি আমাদের খাদ্য জোগায়, ছাঁয়া দেয়, আমাদের শ্বাস প্রশ্বাসে প্রকৃতির অবদান নিয়ত সত্য।14356043_643013145879596_2046646576_n

আমাদের পরিবেশসম্মত গাছপালা ও প্রাণ বৈচিত্র্য টিকিয়ে রাখা তাই মানুষের দায়িত্ব । বনজ বলি, ফলদ বলি আর ঔষধি বলি সকল বৃক্ষই আমাদের পরিবেশ সুরক্ষা আর আমাদের প্রাত্যহিক জীবন ধারনে ভিষণ দরকারী। আমরা সবুজে বাঁচি । সবুজ প্রাণ প্রকৃতি আমাদের বাঁচায়।তাই সবুজ পরিবেশ টিকিয়ে রাখা আমাদের প্রয়োজন। এ কারনে আমরা গাছ লাগাই ,গাছের যত্ন আত্তি করি।

পরিবেশ সুরক্ষার উদ্যোগ যত ক্ষুদ্রই হোক তা আমাদের জীবন ধারনে অতি দরকারী।তাই বৃক্ষের সঙ্গে সচেতন মানুষের সখ্যতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

যিনি বা যাঁরা পরিবেশ সুরক্ষায় যুক্ত থাকেন কিংবা গাছ লাগান, গাছের যত্ন নেন অথবা মানুষকে পরিবেশ সুরক্ষায় সচেতনতার কাজ করেন তারাই গাছের বন্ধু । সেই সব মানুষ পরিবেশ বান্ধব বলে বিবেচ্যে হন। পরিবেশবান্ধব মানুষের এমন সামাজিক উদ্যোগেই আমাদের পরিবেশ ও সমাজ সুন্দর হয়ে ওঠে। আমাদের বাস যোগ্য পৃথিবীর জন্য পরিবেশ বান্ধব মানুষের বেশী বেশী প্রয়োজন। তাঁদের উদ্যোগেই আমাদের সবুজ পরিবেশ টিকে থাকুক।ব্যক্তির উদ্যোগ আর পরিবেশবাদী নানা সংগঠনের উদ্যোগ বেড়ে গেলে আমাদের সবুজ বাংলা অফুরাণ হয়ে উঠবে।

আমাদের উপকূলীয় মঠবাড়িয়ায় “সবুজ বাংলা” নামে একটি সংগঠন গড়ে তোলা হয়েছে সম্প্রতি। পরিবেশ সচেতন কিছু তরুণ মিলে সংগঠনটি গড়ে তুলেছেন । “সবুজ বাংলা” এটি একটি সামাজিক আন্দোলন হিসেবে নিশ্চয়ই ভূমিকা রাখবে সংগঠনটি। সংগঠনটি মঠবাড়িয়ার সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান আর পতিত ভূমিতে এক লক্ষ ফলদ ও ভেষজ বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছে।কাজটি সফল হলে পরিবেশ সুরক্ষায় এই উদ্যোগ হবে দৃষ্টান্ত। 14371966_643013245879586_144403349_n

আমেরিকার নিউইয়র্কে বসবাসরত প্রবাসী তরুন সৈয়দ শামীম। তিনি দীর্ঘদিন যাবত আমেরিকায় বসবাস করছেন।মাদারীপুরের এ তরুণ বর্তমানে আমেরিকার নাগরিক হলেও দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে। পরিবেশ উদ্যোগেও তিনি নিজেকে সম্পৃক্ত রাখছেন।

উপকূলীয় মঠবাড়িয়া উপজেলায় এক লক্ষ ফলদ ও ভেষজ বৃক্ষ রোপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে এ পরিবেশ আন্দোলনে তিনি সারথি হয়েছেন। তাই “সবুজ বাংলা” সংগঠনের এক লক্ষ গাছের চারা রোপনে তিনি আর্থিক ভাবে সহযোগিতা করছেন । ভবিষ্যতেও পরিবেশ সুরক্ষার উদ্যোগে সংগঠনকে সব ধরনের সাহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে,প্রতিশ্রতি দিয়েছেন। সবচেয়ে আনন্দের সংবাদ হলো সৈয়দ শামীম সবুজ বাংলার এই উদ্যোগকে সমর্থনের পাশাপাশি তাঁর নিজ জন্মস্থান মাদারীপুরেও গাছ লাগানোর নানা কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। আশার কথা সৈয়দ শামীমের মত পরিবেশ বান্ধব মানুষরা নিশ্চয়ই এসব শুভ উদ্যোগে সম্পৃক্ত হবেন।

আসুন সবুজ বাঁচাই, সবুজে বাঁচি, ।

 

 

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...