ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় সবুজ উপকূল কর্মসূচি

মঠবাড়িয়ায় সবুজ উপকূল কর্মসূচি

মঠবাড়িয়া প্রতিনিধি >

উপকূলীয় অঞ্চলের স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় সবুজ উপকূল বিষয়ে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সবুজ উপকূল কর্মসূচির পৃষ্ঠপোষকতায় উপকূল বাংলাদেশ নামে একটি সংগঠন আজ শনিবার স্থানীয় কে.এম লতিফ ইইন্মসটিউশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় কে.এম.লতীফ ইনস্টিটিউশন মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন ।
পরে পরিবেশ বিষয়ক আলোচনা সভা, গাছের চারা রোপণ কর্মসূচি, পুরস্কার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষার্থীদের লেখা ও আকাঁ নিয়ে ‘বেলাভূমি’ নামে একটি পরিবেশ বিষয়ক দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়।
প্রধান শিক্ষক মো. মোস্তফা জামান খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোড়েলগঞ্জ শাখার ব্যবস্থাপক এ. কে রশীদ উদ্দিন, তুষখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম আকরামুল ইসলাম, সাপলেজা মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুর রাসেদ, হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসাইন,সাংবাদিক মিজানুর রহমান মিজু ও রফিকুল ইসলাম মন্টু প্রমূখ ।

শেষে পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ১০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান ও বিদ্যালয় চত্বরে ফলদ গাছের চারা রোপন করা হয়।

# ছবি > জামান আবীর

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...