ব্রেকিং নিউজ
Home - জাতীয় - জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কাউখালীতে তথ্যচিত্র প্রদর্শনী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে কাউখালীতে তথ্যচিত্র প্রদর্শনী

কাউখালী প্রতিনিধি >
পিরোজপুরের কাউখালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম প্রয়াণ দিবেসে আজ শনিবার কবির সৃষ্টিকর্ম নিয়ে দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী হয়েছে। কাউখালী তথ্যকেন্দ্র সংগ্রহশালার উদ্যোগে শহরের এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে কবির ১০০টি দুর্লভ চিত্র নিয়ে তৈরী করা একটি তথ্য বোর্ড শিক্ষার্থীদের মাঝে প্রদর্শন করা হয়।
এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান বিদ্যালয় মাঠে এ প্রদর্শনীর উদ্বোধন করেন । পরে সংগ্রহশালার প্রতিষ্ঠাতা আবদুল লতিফের সভাপতিত্বে নজরুল জীবন ও কর্মের ওপর আলোচনা সভায় বক্তব্য দেন, শিক্ষক আমিনুর রহমান, শিক্ষার্থী রোশনী দত্ত, লাবিবা নীরা প্রমূখ ।
স্থানীয় সামাজিক উদ্যোক্তা আবদুল লতিফ খসরু বলেন, নতুন প্রজন্মের কাছে জাতিয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট কর্ম তুলে ধরার জন্য তার এ উদ্যোগ। বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পাকার, নাট্যকার, প্রবন্ধকার, সাংবাধিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ-রাগিনী সৃষ্টি করে বাংলা সংগীত জগতকে মর্যাদার আসনে অধীষ্ঠীত করেছিলেন। কাজী নজরুল ইসলামের কবিতা ও গান শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের জাতিকে উদ্বুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে তার ও কবিতা ছিল প্রেরণার উৎস। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার লেখনী জাতিয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...