ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাঁঠালিয়ার আওরাবুনীয়া বাজারে অগ্নিকাণ্ড ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কাঁঠালিয়ার আওরাবুনীয়া বাজারে অগ্নিকাণ্ড ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফারুক হোসেন খাঁন, কাঁঠালিয়া প্রতিনিধি >
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আওরাবুনীয়া বাজারে অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা দাবি করেছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক ত্রুটিপূর্ণ লাইন থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে বাজারের কেন্দ্রস্থলে অবস্থিত কবিরে কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। পিরে আগুন আশপাশের ব্যবস্ প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘন্টাব্যাপী অগ্নিকান্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও অবকাঠামো পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের দমকল বাহিনী, স্থানীয় থানা পুলিশ ও জনতা মিলে দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা দাবি করেছেন।
খবর পেয়ে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম আজ শুক্রবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সহযোগিতার আশ্বাস দেন। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রেরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশনা প্রদান করেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...