ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুরে এডভোকেট এম এ মান্নান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পরিষদ সদস্য মনোনীত

পিরোজপুরে এডভোকেট এম এ মান্নান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পরিষদ সদস্য মনোনীত

পিরোজপুর প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত ‘বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ’ এর পিরোজপুর জেলা থেকে সরকার কর্তৃক মনোনীত একমাত্র সদস্য নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এডভোকেট এম এ মান্নান।
গত ২০ জুলাই-২০১৬ তারিখে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে এ মনোনয়ন দেওয়া হয়। যা ২১ জুলাই-২০১৬ তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।
জানাগেছে, সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সরকার কর্তৃক বাংলাদেশের ৬৪ জেলা থেকে ৬৪ জন সদস্য নিয়ে ‘ বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ’ পুনর্গঠন করা হয়। এডভোকেট এম এ মান্নান পিরোজপুর জেলা থেকে সদস্য নির্বাচিত হন ।
উল্লেখ্য মুক্তিযুদ্ধের সংগঠক,সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পিরোজপুর জেলা সংসদের সভাপতি এডভোকেট এম এ মান্নান দীর্ঘ ৫০ বছরেরও বেশী সময় ধরে গণমানুষের সেবাসহ বিভিন্ন সরকারী,আধা সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি স্বাধীনতাত্তোর অনেক বছর পিরোজপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন । বর্তমানে তিনি বেশ কিছু সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে থেকে নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করছেন

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...