ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - কৃষি ও বাণিজ্য - পিরোজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

পিরোজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

পিরোজপুর প্রতিনিধি >
‘‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান’’- এ শ্লোগানকে ধারন করে পিরোজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন ও বৃক্ষ মেলা শুরু হয়েছে । শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারন বিভাগের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার সংসদ সদস্য একেএমএ আউয়াল বৃক্ষ মেলার উদ্বোধন করেন। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।
সপ্তাহব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সোহরাব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম, কৃষি সম্প্রসারন বিভাগের উপ পরিচালক মো. আবুল হোসেন তালুকদারসহ সরকারি ও বেসরকারি বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সূধীজন উপস্থিত ছিলেন।
মেলায় বনজ, ফলজ, ফুল ও ওষূধী’র মোট ১৫টি ষ্টল স্থান পায়। এছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বৃক্ষ মেলার চারা প্রদর্শন ও বিক্রয়ের সুব্যবস্থা থাকছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...