ব্রেকিং নিউজ
Home - জাতীয় - নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিতে পিরোজপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিতে পিরোজপুরে ব্যবসায়ীদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি > আসন্ন বাজেটে নতুন ভ্যাট আইন সংশোধনের দাবীতে পিরোজপুরের সর্বস্তরের ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুরে শহরের শহীদ ওমর ফারুক সড়কে এফবিসিসিআউ এর উদ্যোগে এবং দি পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর আয়োজনে পিরোজপুরে সর্বস্থরের ব্যবসায়ীরা মানব বন্ধন পালন করেছে। পিরোজপুর বাজারের ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রেখে প্রখর রোদের মধ্যে ঘন্টাব্যাপি এ মানব বন্ধনে অংশ গ্রহন করে।
মানব বন্ধনে ব্যাবসায়ীরা সরকারের ঘোষিত নতুন এ ভ্যাট আইন বাতিল করে সুষ্ঠভাবে তাদের ব্যবসা বানিজ্য করার সুযোগ দিতে সরকারের প্রতি আহবান জানান। এ সময় ব্যবসায়ী নেতারা বলেন, তারা যেমন একাধারে ব্যবসায়ী আবার তারা নিজেরাই ভোক্তা। সেক্ষেত্রে এ আইন কার্যকর করা হলে সাধারন মানুষের পাশাপাশি তাদেরও একই অবস্থায় পড়তে হবে। মানব বন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, ব্যবসায়ী নেতা ও দি চেম্বার অব কমার্সের সহ সভাপতি আতাউর রহমান শেখ আলম, পুস্তক প্রকাশক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক সেখ, কাপড় ব্যাবসায়ী খালেকুজ্জামান খোকন, মাসুদুর রহমান দোয়েল, কম্পিউটার ব্যবসায়ী মামুন, টিপু সেখ ও পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন প্রমুখ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...