ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ফুলেল শুভেচ্ছায় সিক্ত শহীদ নূর হোসেন ৷

ফুলেল শুভেচ্ছায় সিক্ত শহীদ নূর হোসেন ৷

স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রতীক পিরোজপুরের মঠবাড়িয়ার সন্তান শহীদ নূর হোসেন দিবসে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।রাজধানীর জিরো পয়েন্ট মোড়ে ‘শহীদ নূর হোসেন স্কয়ার’-এ মঙ্গলবার সকাল ৭টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান নূর হোসেনের বড় ভাই আলী হোসেন। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান- দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী। এ ছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম ও নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদারের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটি। এ ছাড়া ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেনের নেতৃত্বে ছাত্রদলসহ বিএনপির অন্যান্য অঙ্গও সহযোগী সংগঠন শ্রদ্ধা জানায়। এদিকে দিলীপ বড়ুয়ার নেতৃত্বে সাম্যবাদী দল, রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

 “জাগো লক্ষ নূর হোসেন”

“জাগো লক্ষ নূর হোসেন”

এ ছাড়াও “জাগো লক্ষ নূর হোসেন” নামে একটি সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এসময় জাগো লক্ষ নূর হোসেন সংগঠনের অাহবায়ক রাসেল সবুজ, সদস্য সচিব মেহেদী হাসান বাবু ফরাজী, সদস্য সাইক নাজাত, তানভীর, অালী হোসেন সহ সংগঠনের বিভিন্ন সদস্য উপস্থিত ছিলো ৷ জাগো লক্ষ নূর হোসেন সংগঠনটি নূর হোসেনের জন্মস্থান মঠবাড়িয়া থেকে সাপলেজা বাজার সড়কটি নূর হোসেনের নামে করার দাবী জানান ৷ এছাড়া শহীদ নূর হোসেনের নামে মঠবাড়িয়ায় একটি অাধুনিক পাঠাগার ও নূর হোসেনের ভাস্কর্য্য স্থাপনের দাবী জানান ৷

ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রীসহ রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নূর হোসেনের প্রতি। সকাল ৮টার পর ছোট ছোট মিছিলসহ ব্যানার নিয়ে আসে সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনগুলো।পরে রাজধানীর জুরাইন কবরস্থানে নূর হোসেনের বড় ভাই আলী হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও দোয়া পাঠ করেন। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা দুর্বার আন্দোলনে জীবন দেওয়ায় ইতিহাসে দিনটিতাই স্মরণীয় হয়ে আছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...