মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌরসভায় তৃতীয় মেয়াদে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি মো. আরিফ-উল -হক।
আজ রবিবার দুপুরে সাবেক পৌর প্রশাসক উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর আনুষ্ঠানিক ভাবে পৌর প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন। গত ১৫ মে জনপ্রশাসন মন্ত্রণালয় উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. আরিফ উল হককে মঠবাড়িয়া পৌর প্রশাসক হিসেবে নিয়োগ দেন।
অনুষ্ঠানে পৌর নির্বার্হী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস সালেক, বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু আকন, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো, লোকমান হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, রিয়াজুল আলম ঝনো, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান শরীফ, আ.লীগ নেতা সাবেক কাউন্সিলর মোঃ হোমায়েত উদ্দিন, আ.লীগ নেতা শাকিল আহম্মেদ নওরোজ, ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ তালুকদার, আবু হানিফ খান, সমাজ সেবক সাবেক ইউপি সদস্য মোঃ সগীর হাওলাদারসহ পৌর সভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধিজনরা উপস্থিত ছিলেন।
সদ্য বিদায়ী পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর এর আগে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে টানা তিনবার ছয় মাসের মেয়াদে পৌর প্রশাসক নিয়োগ দিয়ে চলছে প্রথম শ্রেণীর এ পৌরসভা। এছাড়া গত ১৩ বছর ধরে এ পৌসভায় কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। পৌরসভার সীমানা নির্ধারণী এক মামলায় থমকে আছে মঠবাড়িয়া পৌরসভার নির্বাচন।