ব্রেকিং নিউজ
Home - উপকূল - পিরোজপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে ‘ফ্রি সবজি বাজার’
rbt

পিরোজপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে ‘ফ্রি সবজি বাজার’

পিরোজপুর প্রতিনিধি <>
পিরোজপুরে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার ফলে ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে মানুষকে। জেলায় লকডাউন চলায় কাজ হারিয়ে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। ফলে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ। তেমনি ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটু।
আজ বৃহস্পতিবার থেকে পিরোজপুর পৌর শহরের ৯ টি ওয়ার্ডের অলি-গলিতে সবজি ভর্তি ৯টি ভ্যান এ ফ্রি সবজি বিতরণ করছে ছাত্রলীগ । প্রতিটি ভ্যানের পেছনে লিখা ‘ফ্রি সবজি বাজার’। প্রত্যেক অসচ্ছল পরিবারকে বিনামূল্যে এসব সবজি বিতরণ করছে জেলা, উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
প্রতিটি ভ্যানে আলু, টমেটো, ঝিঙা,বরবটি, ঢেড়স,রেখা,করোল্লা, বেগুন, শসা, পেপে, পুইশাক, কচু, লাউ, কচুর লতি, কাচা মরিচ, কলা, মিষ্টি কুমড়া ও জিড়ানি মোট ১৮ পদের সবজি বিতরণ করা হয়।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটু জানান, করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় পিরোজপুরে ছাত্রলীগ নানা কার্যক্রম চালাচ্ছে। করোনা ভাইরাস প্রতিরোধের জন্য জেলা ছাত্রলীগ প্রথমে সাধারণ মানুষের মাঝে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করে। পরে কর্মহীন ও দু:স্থ মানুষের মাঝে তিন ধাপে খাদ্য সমগ্রী বিতরণ করে। এছাড়া করোনা ভাইরাসের কারণে কৃষাণ অভাবে অসহায় হয়ে পড়া কৃষকের মাঠের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।
জেলা ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল ইসলাম টিটু আরো জানান, জেলায় লকডাউন চলায় কাজ হারিয়ে বিপাকে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রীর পাশাপাশি ফ্রি সবজি বিতরণের কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার থেকে এ ফ্রি সবজি বাজার পৌর শহরের ৯ টি ওয়ার্ডের ৯ টি ভ্যানে করে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এ ফ্রি সবজি বিতরণ করবে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...