ব্রেকিং নিউজ
Home - অপরাধ - কুড়িলে বোমা মেরে ১৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট, আতঙ্কে নারী নিহত

কুড়িলে বোমা মেরে ১৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট, আতঙ্কে নারী নিহত

রাজধানীর বাড্ডার কুড়িলে একটি জুয়েলার্সের দোকানে বোমাবাজি করে ১৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুড়িলের কুড়াতলী এলাকার আইকে জুয়েলার্সে এ ঘটনা ঘটে। এ সময় বোমা আতঙ্কে জোহরা খাতুন (৩৬) নামে এক পথচারী নিহত হন।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে একদল ডাকাত ক্রেতা সেজে প্রথমে দোকানে প্রবেশ করে। এরপর তারা অস্ত্র দেখিয়ে দোকানের কর্মচারীদের জিম্মি করে। তারা দোকান থেকে প্রায় ৩২ ভরির স্বর্ণালঙ্কার লুট করে। দোকান থেকে বের হওয়ার সময় কর্মচারীরা বাধা দিলে ডাকাতরা ৪/৫ টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে এলে ডাকাতদল পরপর ২/৩ টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় বোমা আতঙ্কে জোহরা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন।

দোকানের মালিক জামাল জানিয়েছেন, তার দোকান থেকে ১৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...