ব্রেকিং নিউজ
Home - উপকূল - ভাণ্ডারিয়ায় দরিদ্র গৃহিনীদের মাঝে বিনামূল্যে হাঁস,মুরগী,কোয়েল পাখি বিতরণ

ভাণ্ডারিয়ায় দরিদ্র গৃহিনীদের মাঝে বিনামূল্যে হাঁস,মুরগী,কোয়েল পাখি বিতরণ

ভাণ্ডারিয়া প্রতিনিধি <>

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পরিবেশ ও বন মন্ত্রণালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) অর্থায়নে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের বাস্তবায়নে উপকূলীয় বনায়ন ও পুনঃ বনায়নে কমিউনিটি ভিত্তিক অভিযোজন কর্মসূচী এর আওতায় দরিদ্র গৃহিনীদের মাঝে হাঁস, মুরগী, কোয়েল পাখি বিতরণ করা হয়েছে।
আজ বৃহম্পতিবার প্রাণি সম্পদ কার্যালয় সমুখে অতি দরিদ্র ১১জন গৃহীনিদের মাঝে ১০টি করে হাঁস, ১০টি মুরগী ও ২০টি কোয়েল পাখি বিতরণ করা হয়। এছাড়া উপকারভোগিদের খাবার, ঔষধ ও যাতায়াত বাবদ নগদ তিনশত টাকা, একটি করে শেডসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মসিউর রহমান মৃধা, প্রাণি সম্পদ ঔষধাগার এর সহকারি পরিচালক ও আইসিবিএ এআরপি, প্রকল্প পরিচালক ডা. মো সাইদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শোভন হাওলাদার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর কমিউনিটি ডেভলপমেন্ট এর কর্মী নাসরিন ফেরদৌস বক্তব্য দেন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...