ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নলী-বুখইতলা-সোনাখালীর রাস্তা এবং ব্রিজের কাজে চরম দুর্নীতির প্রতিবাদে স্থানীয় যুব ও ছাত্র সমাজের মানববন্ধন

নলী-বুখইতলা-সোনাখালীর রাস্তা এবং ব্রিজের কাজে চরম দুর্নীতির প্রতিবাদে স্থানীয় যুব ও ছাত্র সমাজের মানববন্ধন

নলী-বুখইতলা-সোনাখালীর রাস্থা এবং ব্রিজের কাজে চরম দুর্নীতির প্রতিবাদে স্থানীয় যুব ও ছাত্র সমাজ।

আজ সকালে নলী দোকানে বসে ফারুকের কুরুচিপূর্ণ মন্তব্যে খুদ্ধ এলাকাবাসি।চা দোকান্দার সামসু,বাদল হালদার সহ অনেক লোক উপস্থিত ছিলেন দোকানে,বাদল কাকার সাথে অনেক বাকবিতণ্ডা হয় ফারুকের।ইট নেই তাই কাজ বন্ধ এ অজুহাতে সুযোগ বুঝে আবার ঢোকানো হবে সওকতের বিতর্কিত ইট।রিপন গাজী,বাবুল মাস্টার সহ অনেককেই ভয়ভীতি দেখাচ্ছে কাজে সম্পৃক্তরা।ডাঃ রুস্তম আলী ফরাজী সাহেবের সুদৃষ্টি কামনা করেও কেন পাচ্ছেনা সাধারন জনগন?

noli1

noli6

noli5

noli4

noli3

noli2

এর আগে
নাম্বার বিহীন ইট দিয়ে ব্রিজের দুই পাশের কাজ চলছে।রাস্তা মেরামতের কাজ করাচ্ছে স্থানিয় সর্দার ফারুক। ইট ক্রয় করা হয়েছে এম পি সাহেবের খালাতো ভাই সওকতের কাছথেকে।ব্রিজ নির্মানেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে,সাধারন মানুষ বাঁধা দিলে সওকত এবং ফারুক তাদেরকে ভুল বুঝিয়ে এবং প্রভাব খাটিয়ে কাজ চালিয়ে যেতে সহযোগীতা করেন ঠিকাদারের।সকালে গিয়েছিলাম ঘটনাস্থলে,সাধারন জনগন বাঁধা দিতে গেলে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে সরিয়ে দেয়া হয়।নলী স্থানীয় এক জন মুরব্বী খুব দুঃখের সাথে বলেন, আমাগো ফরাজী সাবের কামেও দুই নাম্বারী, মোরা যামু কার দারে।

আগের খবরঃ
>>>> নলী-বুখইতলার রাস্তা ও ব্রিজের কাজে অনিয়ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়।
>>>> সোনাখালী-বুখইতলা-নলীসংযোগ ব্রিজের কাজে মারাত্বক দুর্নীতির অভিযোগ
>>>> নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহার করে নলী-বুখইতলার রাস্তা ও ব্রিজের কাজ চলছে

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...