ব্রেকিং নিউজ
Home - অপরাধ - নলী-বুখইতলার রাস্তা ও ব্রিজের কাজে অনিয়ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়।

নলী-বুখইতলার রাস্তা ও ব্রিজের কাজে অনিয়ম, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়।

নূরুল আমীন রাসেলঃ “উন্নয়নের জোয়ারে ভাসছে নলী-বুখইতলার জনসাধারন “মাটি এবং নাম্বার বিহীন ইট দিয়ে ব্রিজের দুই পাশের কাজ চলছে।রাস্থা মেরামতের কাজ করাচ্ছে স্থানিয় সর্দার ফারুক।ইট ক্রয় করা হয়েছে এম পি সাহেবের খালাতো ভাই সওকতের কাছথেকে।ব্রিজ নির্মানেও বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে,সাধারন মানুষ বাঁধা দিলে সওকত এবং ফারুক তাদেরকে ভুল বুঝিয়ে এবং প্রভাব খাটিয়ে কাজ চালিয়ে যেতে সহযোগীতা করেন ঠিকাদারের।সকালে গিয়েছিলাম ঘটনাস্থলে,সাধারন জনগন বাঁধা দিতে গেলে ভয়ভীতি দেখিয়ে তাদেরকে সরিয়ে দেয়া হয়।নলী স্থানীয় এক জন মুরব্বী খুব দুঃখের সাথে বলেন, আমাগো ফরাজী সাবের কামেও দুই নাম্বারী, মোরা যামু কার দারে।তবে যে যাই বলুক ডাঃ রুস্তম আলী ফরাজি মহোদয়ের সরাসরি হস্তক্খেপ কামনা করছি।

1923219_999751260122633_5955968242015686575_n 12509741_447397878802778_6079094486198809978_n 12510312_447397812136118_8327450499258598784_n 12523115_447397858802780_4457106995447306156_n 12524057_447398145469418_206139600465755554_n 12565339_447397772136122_894588258162987693_n 12592682_447397675469465_1289982778572905078_n 12631366_447397655469467_5975345009882546943_n 12642455_447397605469472_2900919079839547927_n

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধার সন্তানকে সাজানো অস্ত্র মামলায় আসামী করে হয়রাণির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় গত সংসদ নির্বাচন চলাকালীন সময়ে থানা পুলিশের দায়ের করা একটি ...