ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভাসানীকে বাদ দিয়ে ইতিহাস নির্মাণ সম্ভব নয়

ভাসানীকে বাদ দিয়ে ইতিহাস নির্মাণ সম্ভব নয়

ঢাকা: রাষ্ট্রের সকল অর্জনের কৃতিত্ব এক ব্যক্তি ও এক দলকে দিতে গিয়ে আজ ইতিহাস বিকৃতি করা হচ্ছে। বৃহৎ রাজনৈতিক দলগুলোর সুবিধাভোগী তথাকথিত বুদ্ধিজীবীরা নিজের স্বার্থ হাসিলের লক্ষে ইতিহাস বিকৃতি করছে- এমন অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ ন্যাপের নেতারা। তারা বলেছেন, ষড়যন্ত্রকারীরা মাওলানা ভাসানীকে বাদ দিয়েই ইতিহাস নির্মাণ করতে চাচ্ছেন। অথচ তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস নির্মাণ সম্ভব নয়।

শুক্রবার সকালে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মজলুম জননেতা মাওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত অনুষ্ঠানে ন্যাপ নেতা এসব কথা বলেন।

নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। আলোচনা করেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, সম্পাদকমন্ডলীর সদস্য মো. কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, মির্জা শেলী, নির্বাহী সদস্য মো. বেলাল হোসেন, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল-কাউছারী, জিল্লুর রহমান পলাশ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘মজলুম জননেতা মাওলানা ভাসানীকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস নির্মান করা সম্ভব নয়। ৪৭-এ পাকিস্তান প্রতিষ্ঠা, ৪৯-এ আওয়ামী মুসলিম লীগ তথা আওয়ামী লীগ প্রতিষ্ঠা, ৫২-এ ভাষা আন্দোলন, ৫৪-এ যুক্তফ্রন্টের বিজয়, ৫৭-এ কাগমারী সম্মেলনে পাকিস্তানকে ‘আসসালামু আলাইকুম’ উচ্চারণের মধ্য দিয়ে প্রথম স্বাধীনতার মন্ত্র উচ্চারণ, ৬৯ গণআন্দোলন, ৭০ নির্বাচন বর্জনের মধ্য দিয়ে স্বাধীনতার এক দফা ঘোষণা, স্বাধীনতা পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলন, ৭৬ সালে ফারাক্কা লংমার্চের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদের বীজ বপন, কোথায় নেই মাওলানা ভাসানী? আজ তাকে বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনা আর জাতীয়তাবাদের কথা বলে মুখে ফেনা তোলেন তারা মূলতঃ আত্মপ্রবঞ্চক। ইতিহাসের গতিধারায় মাওলানা ভাসানী টিকে থাকবেন।’

সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেন, ‘শাসকদল আওয়ামী লীগ যেমন মাওলানা ভাসানীকে ইতিহাস থেকে মুছে ফেলতে চাচ্ছে তেমনই তার নাম ব্যবহারকারীরাও বিভিন্ন সময় রাষ্ট্রক্ষমতায় থাকলেও তাকে যথাযথ সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছে।’

আলোচনার আগে যাদু মিয়া মিলনায়তনে ভাসানীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ,
বিপ্লবী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কৃষক ন্যাপ, বাংলাদেশ যুব ন্যাপ, বাংলাদেশ মহিলা ন্যাপ, বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্র-সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...