ব্রেকিং নিউজ
Home - জাতীয় - কাউখালীর ৩০ গ্রামে জোয়ারের প্লাবন

কাউখালীর ৩০ গ্রামে জোয়ারের প্লাবন

পিরোজপুর প্রতিনিধি <>

পিরোজপুরের কাউখালীতে গত ৩দিন ধরে জোয়ারের পানি ও উজানের ঢল নেমে আসায় ম্নিাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে কমপক্ষে উপজেলার ৩০টি গ্রাম। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় এবং পানি স্থায়ী ভাবে বদ্ধ থাকায় গ্রামগুলোতে নেমে এসেছে চরম দুর্ভোগ। উপজেলার প্লাবিত গ্রামগুলো হচ্ছে কুমিয়ান, আমরাজুড়ী, ধাবড়ী, আশোয়া. গন্ধর্ব, চিরাপাড়া, সুবিদপুর, বেকুটিয়া, শিয়ালকাঠী, পঙ্গাশিয়া, মোল্লারহাট, বিড়ালজুড়ী, ছোট বিড়ালজুড়ী, জয়কুল, আসপদ্দি, কাঁঠালিয়া, বাশুড়ী, চর-বাশুড়ী সহ নি¤œ অঞ্চলগুলো। এসব গ্রমগুলোর মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। প্রায় ২৫-৩০ হাজার মানুষ এখন চরম দুর্যোগের মধ্যে রয়েছে। জোয়ারের ও উজানের পানি হু হু করে ঘরে ভিতরে প্রবেশ করায় ঘরের আসবাপত্র নষ্ট হচ্ছে এবং রান্না বান্না কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এসব এলাকার অভ্যন্তরীন রাস্তাগুলোতে পানি ওঠার কারনে স্বাভাবিক চলাচল ব্যহত হয়েছে। এদিকে কাঁদার রাস্তাগুলো পানিতে ধসে যাওয়ায় ও বড় বড় গর্ত হওয়ায় গ্রাম্য অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পরেছে। একদিকে জোয়ার শেষে ভাটি না হওয়ায় আবার জোয়ার আসায় স্থায়ী ভাবে পানি বন্দি হয়ে পরেছে এলাগুলো। এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঠ এখন পানির নিচে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...