ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পে পানি ব্যবস্থাপনা অবহিতকরন কর্মশালা

ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পে পানি ব্যবস্থাপনা অবহিতকরন কর্মশালা

 

ভাণ্ডারিয়া প্রতিনিধি <>

পিরোজপুর ভাণ্ডারিয়া ও মঠবাড়িয়া উপকুলীয় এলাকায় বাঁধ উন্নয়ন প্রকল্পে পানি ব্যবস্থাপনা বিষয়ক অংশগ্রহণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ভা-ারিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় বাঁধ উন্নয়ন পকল্পের ১পোল্ডার ৩৯/২ সি উপকূলীয় দুই উপজেলার অংশগ্রহনমূলক পানি ব্যবস্থাপনা, সামাজিক বনায়ন এবং সমন্বিত ফসল বালাই ব্যবস্থাপনা কার্যক্রমের উপর অবহিত করা হয় ।
পাউবোর নির্বাহী প্রকৌশলী সিইআইপি-১ পিএমইউ মুহাম্মদ সামিউল হক এর সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এছাড়া পিরোজপুর কৃষি বিভাগের উপ-পরিচালক মো. নাজমুল আলম, আবু হেনা মোহাম্মদ জাফর, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইন চার্জ এস.এম মাকসুদুর রহমান, কন্সট্রাকশন সুপারভাইজার ইঞ্জিনিয়ার মো. সাদেকুল ইসলাম,ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, তেলিখালী ইউপি চেয়ারম্যান সামসুদ্দিন হাওলাদার, সামাজিক বনায়ন বিশেষজ্ঞ মো. রফিকুল ইসলাম, উন্নয়ন সংস্থা রিক এর সহকারি পরিচালক দীপক রঞ্জন চক্রবর্তী, টীম লিডার মোহাম্মদ নেছার উদ্দিন প্রমূখ।
কর্মশালায় ভাণ্ডারিয়া- মঠবাড়িয়া উপজেলার সংশ্লিস্ট দপ্তরে কর্মকর্তারা অংশ নেন।

প্রসঙ্গত প্রকল্পটি বাস্তবায়ন সহযোগি হিসেবে রিসোর্স ইন্টিগ্রেশনসেন্টার (রিক) ও স্ববলস্বী সমাজ উন্নয়ন সংস্থা (এসএসইউএস)জেডি কাজ করছে।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...