Home - জাতীয় - প্রিয়া সাহার মানবাধিকার সংগঠন সুনাম থেকে ২৫জনের পদত্যাগ পিরোজপুরে

প্রিয়া সাহার মানবাধিকার সংগঠন সুনাম থেকে ২৫জনের পদত্যাগ পিরোজপুরে

 জেলা প্রতিনিধি : প্রিয়া সাহার বেসকারি উন্নয়ন সংস্থা (শারি) এর অধীন ও অর্থায়নে পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার সুরক্ষা বিষয়ক একটি সংগঠন সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা-(সুনাম) এর কমিটি থেকে পদত্যাগ করেছে কমিটির সদস্যরা। রবিবার দুপুরে পিরোজপুর সদর উপজেলা কমিটির সদস্যরা পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এক যোগে পদত্যাগের যোঘণা দেয়।

পিরোজপুর সদর উপজেলা কমিটির সুনাম সভাপতি মো: হাসিবুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করে কমিটির ২৫জন সদস্য পদ ত্যাগের ঘোষণা দেন। এসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক বক্তব্য দিয়েছে তার প্রতিবাদ ও প্রিয়া সাহাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পিরোজপুর সদর উপজেলা সুনাম কমিটির সহ-সভাপতি তামিম সরদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, সদস্য ওয়ালিউর রহমান রাফি, ফেরদৌস রহমান সহ নেতৃবৃন্দ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় করোনা দুর্গতদের লতীফ ইনস্টিটিউশন অ্যালামনাই এসোসিয়েশন মানবিক উদ্যোগ

দেবদাস মজুমদার <> প্রাণঘাতি করোনা ভাইরাসের কারনে সৃষ্ট ঘরবন্দী কর্মহীন মানুষের সাময়িক সংকট উত্তোরণে লক্ষ্যে ...