ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় গ্রাজুয়েট অপরাজিতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

মঠবাড়িয়ায় গ্রাজুয়েট অপরাজিতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচিত নারী ইউপি সদস্যসহ নির্বাচনে অংশগ্রহণকারী নারীদের “অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সু-সাশন” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উন্নয়ন সংগঠন স্টেপস এর প্রশিক্ষণ কক্ষে আজ বুধবার অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় নারী জনপ্রতিনিধি ও চারটি ইউনিয়নের গ্রাজুয়েট অপরাজিতা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ।
স্টোপস্ জেলা কর্মসূচি সমন্বয়কারী জীবন কৃষ্ণ সাওজাল শিবু ও উপজেলা সমন্বয়কারী ইসরাত জাহান মমতাজ এ প্রশিক্ষণ পরিচালনা করেন ।
প্রশিক্ষণে নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও সম্ভাব্য নারী প্রতিনিধিদের নেতৃত্ব¡ বিকাশ ও নারীর ক্ষমতায়ন, স্থানীয় সরকারের নারী সদস্যদের দায়-দায়িত্ব, শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পর্যাপ্ত নারী বান্ধব বাজেট বরাদ্দ, নারীর অবস্থা, অবস্থান, রাজনীতিতে নারীর অংশগ্রহণ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, রাজনৈতিক দলে নারীর অবস্থা, সু-শাসনসহ স্থানীয় সরকার নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...