ব্রেকিং নিউজ
Home - জাতীয় - মঠবাড়িয়ায় ভূমি উন্নয়ন কর মেলা

মঠবাড়িয়ায় ভূমি উন্নয়ন কর মেলা

মঠবাড়িয়া প্রতিনিধি >>

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে সপ্তাহ ব্যাপী ভুমি সেবা ও ভুমি উন্নয়ন কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে ভূমি অফিস চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানাগেছে, ভূমি সেবা ও ভূমি উন্নœয়ন কর মেলা ১০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত এ সেবা সপ্তাহ পালিত হবে। পুরো সপ্তাহ জুড়ে উপজেলা ভূমি অফিসসহ ১১ইউনিয়ন ভূমি অফিসে স্বল্প সময়ে ই-মিউটেশন, ই-কর,ই-নামজারীসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে। এ সেবা সপ্তাহ সফল করতে উপজেলার ১১ ইউুনয়নে ভূমি সেবা ক্যাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ভূমি অফিসের বিভিন্ন সেবার বিষয়ে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, দেশের বিভিন্ন উপজেলা ভুমি অফিসে এসব ভুমি সেবা ইতিপূর্বে চালু করা হলেও মঠবাড়িয়ায় এবারেই প্রথম ই-মিউটেশন, ই-কর সেবাসহ অন্যান্য ডিজিটাল সেবা সমূহ চালু করা হচ্ছে। গতিশীল ও দ্রুত ভুমিসেবা প্রদানই এ সপ্তাহ পালনের উদ্দেশ্য।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...