ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ইমেজ সঙ্কটের কারণে জাতীয় পার্টিকে কেউ ভোট দেয় না : এরশাদ

ইমেজ সঙ্কটের কারণে জাতীয় পার্টিকে কেউ ভোট দেয় না : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জনগণ জাতীয় পার্টিকে বিরোধীদল মনে করে না।

পত্রিকাতেও সরকারি দল হিসেবে আওয়ামী লীগ আর বিরোধী দল হিসেবে বিএনপির নাম আসে। এ ইমেজ সঙ্কটের কারণেই আমাদের কেউ ভোট দেয় না। পৌরসভা নির্বাচনেও আমাদের ফল ভালো হয়নি।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এরশাদ এ কথা বলেন।

সভায় আরো বক্তব্য রাখেন, পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ, পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সাইদুর রহমার টেপা, ফয়সল চিশতি, হাজী সাইফুদ্দিন মিলন প্রমূখ।

এরশাদ আরো বলেন, কি কারণে পৌর নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি হলো? কারণ জনগণ আমাদের বিরোধীদল হিসেবে গণ্য করে না। তিনি রওশন এরশাদের দিকে তাকিয়ে বলেন, উনি চাইলে আমি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হতে পদত্যাগ করতে পারি। এমনকি উনি চাইলে আনিসুল ইসলাম মাহমুদসহ সরকারে থাকা জাতীয় পার্টির সব মন্ত্রীও পদত্যাগ করবেন। আর তাহলেই আমরা সত্যিকারের বিরোধীদল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।

পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের ৯৪ জন মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশন ১৮ জনের মনোনয়ন বাতিল করলেন। তিনজনকে জোর করে বসিয়ে দেয়া হলো, বাকি থাকলো ৭৩ জন। এ ৭৩ জন সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারেননি অভিযোগ করে এরশাদ বলেন, আমাদের প্রার্থীদের বাড়ি-ঘরে আগুন দেয়া হয়েছে, প্রার্থীদের বিরুদ্ধে অহেতুকভাবে মামলা দিয়ে হয়রানি করেছে। ভোট কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে।

নিজ দল সম্পর্কে সাবেক এ সেনা শাসক বলেন, রওশন এরশাদসহ অনেকেই বলেছেন, আমাদের সংগঠন দুর্বল। কথাটা অনেকাংশে সত্য। ২৭টি জেলায় আমাদের সংগঠন আছে। বাকি জেলায় নেই। আমি সংগঠন করতে গিয়ে আমার দলের দু’একজন ছাড়া কাউকে পাই না। ঢাকার বাইরে গেলে বিমানের টিকিটও আমাকে কিনতে হয়। আমি আর পারি না, আমার সে পরিমাণ অর্থ নেই। পৌর নির্বাচনে দলের কোনো শীর্ষ নেতা কোনো প্রার্থীকে সহযোগিতা করেননি এমনকি প্রার্থীদের এলাকায় গিয়ে কেউ প্রচারেও সহযোগিতা করেননি।

তিনি বলেন, আমি চাই আমার সাথে দলের প্রেসিডিয়াম সদস্য এবং এমপিরা জেলা সফরে থাকুক। তাহলে দেশবাসী বুঝবে এরশাদের সাথে অনেক মানুষ আছে।

এরশাদ দুঃখ করে বলেন, আমার এত বড় একটি পার্টি অফিস। কয়জন এমপি বা প্রেসিডিয়াম সদস্য পার্টি অফিসে আসেন? অথচ তাদের বসার জন্য আলাদা রুম আছে। আপনারা দয়া করে সপ্তাহে অন্তত একদিন হলেও পার্টি অফিসে আসেন। তাহলে কর্মীদের মাঝে উৎসাহ আরো বেড়ে যাবে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর-৩ : মঠবাড়িয়ায় ৮৪ ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি🔘 ব্যালট পৌঁছবে ভোরে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ...