ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ফলাফল প্রত্যাখ্যান, আসছে কর্মসূচি

ফলাফল প্রত্যাখ্যান, আসছে কর্মসূচি

ঢাকা : দেশব্যাপী অনুষ্ঠিত পৌর নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রাতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে দলের সিনিয়র নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে একই সঙ্গে নির্বাচনের অনিয়ম, সহিংসতা, কারচুপির অভিযোগ এনে এর প্রতিবাদের কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে হরতাল বা বিক্ষোভের মতো কর্মসূচির ঘোষণা দিতে পারে দলটি।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বৈঠকের আলোচ্য বিষয়ে বিস্তারিত জানানোর পাশাপাশি কর্মসূচিও ঘোষণা করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করে আসা দলটি ওই দিনই পৌর নির্বাচনের কারচুপি-অনিয়মর প্রতিবাদে ঘোষিত কর্মসূচি পালন করবে বলে বৈঠক সূত্রে জানা যায়।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টায় দলের সিনিয়র নেতাদের নিয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন বেগম খালেদা জিয়া।

বৈঠকে অন্যদের মধ্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, মাহাবুবুর রহমান, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, ড. এম ওসমান ফারুক, শাহজাহান ওমর, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...