ব্রেকিং নিউজ
Home - জাতীয় - বরগুনা দুই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ

বরগুনা দুই সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ

পৌরসভা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু ও বরগুনা-২ আসনের সরকারদলীয় এমপি হাচানুর রহমান রিমনকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এ বিষয়ে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব শামসুল আলম জানিয়েছেন।
নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ৬ ডিসেম্বর বরগুনা-২ আসনের সংসদ সদস্য হাচানুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল ইসি। পরে তিনি দুঃখ প্রকাশ করে পুনরায় এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে লিখিতভাবে ইসিকে জানিয়েছিলেন। তবে এবারই প্রথম ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে চিঠি দেওয়া হচ্ছে।
ওই দিন আরও দুই সংসদ সদস্য ঢাকা-২০ আসনের এমএ মালেক ও নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুলকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল।

Leave a Reply

x

Check Also

পিরোজপুর-৩ : মঠবাড়িয়ায় ৮৪ ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জামাদি🔘 ব্যালট পৌঁছবে ভোরে

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ...