Home - জাতীয় - মঠবাড়িয়ায় বিদুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্র নিহত

মঠবাড়িয়ায় বিদুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্র নিহত

মঠবাড়িয়া প্রতিনিধি 🔹

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. ওমর (১০) নামে এক মাদ্রাসা ছাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার তুষখালী ইউনিয়ন বাজারে এ দুর্ঘটনা ঘটে । নিহত শিশু ওমর তুষখালী ইউনিয়ন বাজারের সবজী বিক্রেতা মো. নবী হোসেনের ছেলে। সে স্থানীয় তুষখালী এনএস দাখিল মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে লেখাপড়া করছিল।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, মাদ্রাসা ছাত্র ওমর তার এক সহপাঠিকে নিয়ে তুষখালী বাজার রিকশা স্টান্ড সংলগ্ন জামে মসজিদের নির্মাণাধিন তৃতীয় তলার ছাদে খেলছিল। এসময় ছাদের পাশে বৈদ্যুতিক লাইনের তাড়ে জড়িয়ে ওমর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনতলার ছাদ থেকে পড়ে দ্বিতীয়তলার রডের সাথে আটকে ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ খবর পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দমকল বাহিনীর সহযোগিতায় ঘটনস্থল হতে শিশুটির লাশ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক মো, শাহাবুদ্দীন দুর্ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহত শিশুটির পরিবারে শোকের মাতোম চলছে।

Leave a Reply

x

Check Also

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম হৃদয় নামে এক শিশু নিহত ...