ব্রেকিং নিউজ
Home - জাতীয় - দেশকে উন্নত করতে সব করছে আ’লীগ : প্রধানমন্ত্রী

দেশকে উন্নত করতে সব করছে আ’লীগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের কাছে কোনো দাবি করতে হবে না। আমরা জানি কোথায় কী লাগবে।

বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করতে যা কিছু প্রয়োজন সব করে দিচ্ছে আওয়ামী লীগ। কারণ, বাংলাদেশ আওয়ামী লীগ মানুষকে অন্তর থেকে ভালোবাসে।’
পদ্মা সেতুর মূল কাজের উদ্বোধন শেষে শনিবার বিকেলে মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘প্রত্যেক উপজেলার যেখানে সরকারি স্কুল এবং কলেজ নাই সেখানে একটি করে সরকারি স্কুল এবং কলেজ করে দিব। যাতে আমাদের ছেলে-মেয়েরা ভালোভাবে লেখাপড়া করতে পারে।’

‘আওয়ামী লীগের লক্ষ্য মানুষের সেবা করা, মানুষকে পুড়িয়ে মারা নয়’ উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করেছি বলেই আমরা উন্নয়নে কাজ করতে পারছি। পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্পও এখন বাস্তবায়নের পথে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে যেভাবে পাকিস্তান হায়েনারা মানুষকে পুড়িয়ে মেরেছিল, ঠিক তেমনিভাবে বিএনপি-জামায়াত জোট মানুষকে পুড়িয়ে মারার ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। মানুষের কল্যাণ তারা করে না, তারা তা চায়ও না। তারা লুটপাট, দুর্নীতি করতে পারে।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এমনভাবে উদযাপন করা হবে, যেখানে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত এবং দারিদ্র্যমুক্ত।’
২০৪১ সালের মধ্যে দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজ শুরু করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

কোনো হায়েনার দল যেন মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করতে না পারে সে জন্য আওয়ামী লীগের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমীর হোসেন আমু, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এবং নুহ-উল আলম লেনিন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান বক্তব্য রাখেন।
এ ছাড়া আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, ডা. দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং আহমেদ হোসেন, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে ড. আবদুস সোবহান গোলাপ, ফজিলাতুন্নেসা ইন্দিরা, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, ও সাগুফতা ইয়াসমিন এমিলিও বক্তব্য রাখেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় চারবারের সাংসদ ডা. ফরাজিকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী শামীম শাহনেওয়াজ বিজয়ী

বিশেষ প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া একক আসনে কোনও অপ্রীকর ঘটনা ছাড়াই সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে ...