ব্রেকিং নিউজ
Home - জাতীয় - অচিরেই ফেইসবুক খুলে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

অচিরেই ফেইসবুক খুলে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

‘বিশেষ পরিস্থিতিতে’ বন্ধ রাখা ফেইসবুক অচিরেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার দুপুরে ফেনী সার্কিট হাউজে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছে বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

“বিশেষ পরিস্থিতির কারণে ফেইসবুক বন্ধ রাখা হয়েছিল। আমরা নিরাপত্তার স্বার্থে ইত্যেমধ্যে ফেইসবুক কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছি। অচিরেই আমরা ফেইসবুক খুলে দেব।”

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেইসবুক কর্তৃপক্ষের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ওইদিন ফেইসবুকের দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকে ‘ফলপ্রসূ আলোচনা’ হওয়ার কথা বললেও বাংলাদেশে সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইট কবে নাগাদ খুলতে পারে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

গত ১৮ নভেম্বর থেকে বাংলাদেশে ফেইসবুকসহ কয়েকটি অ্যাপ বন্ধ রয়েছে, যদিও বিকল্প পথে অনেকেই এসব ব্যবহার করছেন।

নির্বাচন কমিশন সঠিক ও নিরপেক্ষভাবে নির্বাচনী কাজ পরিচালনা করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এখানে কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা নেই। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের উপর ন্যাস্ত রয়েছে। আমরা সেইভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছি।”

জঙ্গিবাদ সারা বিশ্বের জন্য হুমকি। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে জঙ্গি হামলা হচ্ছে। সে তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

“আমাদের নিরাপত্তা বাহিনী অনেক ভালো কাজ করছে। আমাদের দেশে মাঝে মাঝে দুয়েকটি ঘটনা ঘটছে, আমার সেটি শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছি।”

দুপুরে ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে ফেনীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় ফেনী-২ আনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...