ব্রেকিং নিউজ
Home - জাতীয় - পিরোজপুর মুক্ত দিবসে শোভাযাত্রা, শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা

পিরোজপুর মুক্ত দিবসে শোভাযাত্রা, শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা

মেহেদী হাসান বাবু

পিরোজপুর : মঙ্গলবার, ৮ ডিসেম্বর আজ ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল পিরোজপুর জেলা।
দিবসটি উপলক্ষে সকালে গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা চত্বর থেকে মুক্তি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ভাগিরথী চত্বরে শহীদ বেদিতে গিয়ে শেষ হয়। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
PIROJPUR-1
এ সময় পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এ কে এম আউয়াল, মুক্ত দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এম এ মান্নান, নারী নেত্রী লায়লা পারভীন, সদর উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় শহীদ বেদিতে দাঁড়িয়ে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং স্বাধীনতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে শপথ গ্রহণ করা হয় ।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় বিএনপির নির্বাচন বিরোধী প্রচারপত্র বিলি

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামীলীগের একতরফা নির্বাচন বন্ধের দাবী ও ভোটারদের ভোট কেন্দ্রে না ...