ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় মৎস্য অফিসে জনবল সংকট : কার্যক্রম ব্যাহত

মঠবাড়িয়ায় মৎস্য অফিসে জনবল সংকট : কার্যক্রম ব্যাহত

জনবল সংকটের কারণে উপজেলা মৎস্য অফিসের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা মৎস্য অফিসে ৫জন কর্মকর্তা-কর্মচারি থাকার কথা থাকলেও সেখানে শুধু মৎস্য কর্মকর্তা একাই রয়েছেন। ৪টি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তার পদটি ৪ মাস,অফিস সহকারি পদটি ৫/৬ বছর, অফিস সহায়ক ১ বছর ও ক্ষেত্র সহকারি পদের কর্মকর্তা ৩ বছর মেয়াদি মৎস্য ডিপ্লোমা প্রশিক্ষণে থাকার কারণে ওই পদ ৪টি দীর্ঘদিন ধরে খালি পরে রয়েছে। যে কারণে সব ধরনের দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জনবল সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানোর পরেও কোন ফলাফল পাওয়া যায়নি। তিনি ক্ষোভের সাথে আরো জানান, একটি উপজেলায় একার পক্ষে এতো কাজ করা সম্ভব নয়। সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রæত কোন ব্যবস্থা গ্রহণ না করলে আমি এখান থেকে বদলি হয়ে অন্যত্র চলে যাবো।
এব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সরদারের নিকট মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কলটি গ্রহণ করেননি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...