ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুরে সাংবাদিক অমর সাহার দুটি বইয়ের মোড়ক উন্মোচন

পিরোজপুরে সাংবাদিক অমর সাহার দুটি বইয়ের মোড়ক উন্মোচন

পিরোজপুর প্রতিনিধি > পিরোজপুরের সন্তান সাংবাদিক, নাট্যকার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি পিরোজপুরের প্রতিষ্ঠাতা সদস্য অমর সাহার লেখা ভাগীরথী এবং প্রথম আলোয় কলকাতা নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোরজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল জলিল আকন। জেলা উদীচীর সহ সভাপতি তাপস ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাংবাদিক খালিদ আবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এবং পুরানো দিনের স্মৃতি চারণ করেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি এম এ মান্নান, , খুলনা বেতারের কন্ঠশিল্পী ক্ষমা দাস গুপ্তা, অধ্যক্ষ প্রতুল ব্রক্ষ্ম, সিপিবির জেলা সভাপতি তপন বসু, বিটিভির সাবেক সিনিয়র প্রযোজক এস এম শামীম, সাংবাদিক মুনিরুজ্জামান নাসীম আলী, সরকারি কৌঁসুলি খান মো. আলাউদ্দিন এবং লেখক সাংবাদিক দৈনিক প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা । পিরোজপুরের সন্তান অমর সাহা ১৯৬৮ সালে স্কুল জীবন থেকেই প্রথম সাংবাদিকতা শুরু করেন। দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ ও দৈনিক প্রথম আলোর পিরোজপুর প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু। এ ছাড়াও পিরোজপুর থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক ‘সাপ্তাহিক দর্পণ’ পত্রিকা তার হাত থেকেই প্রকাশিত হয়। বর্তমানে তিনি দৈনিক প্রথম আলোর কলকাতা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন। অমর সাহা তার কর্মব্যস্ততার মাঝেও যখনই সময় পান নাড়ীর টানে ছুটে আসেন জন্মভুমি পিরোজপুরে।
জেলা উদীচী শিল্পী গোষ্ঠী ও পিরোজপুর নাট্যচক্র বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...