ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে এলাকাসির বিক্ষোভ-সমাবেশ

মঠবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে এলাকাসির বিক্ষোভ-সমাবেশ

মঠবাড়িয়া প্রতিনিধি > পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরসহ ১১ ইউনিয়নে নিরবিচ্ছন্ন বিদ্যুতের দাবি ও পল্লী বিদ্যুতের দুর্নীতির প্রতিবাদে আজ রবিবার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে করেছে বিক্ষুব্ধ এলাকাবাসি। শহরের শহীদ মিনার চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । এতে স্থানীয় জনপ্রতিনিধি,সকল রাজনৈতিক দলের নেতা কর্মী, ব্যবসায়ি,শিক্ষক,শিক্ষার্থীসহ কয়েক হাজার জনতা অংশ নেন।
শেষে উপজেলা পরিষদে চত্বরে উপজেলা আ.লীগের সাধারণ সস্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান,বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল,আ‘লীগ সহ-সভাপতি আরিফুল উল হক, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, প্রধান শিক্ষক মোস্তফা জামান খান,শিক্ষক নাসির উদ্দিন, মঠবাড়িয়া বণিক সমিতির সভাপতি শামছুল হক,আ‘লীগ নেতা ফজলুল হক মনি, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক জুলহাস শাহিন প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পল্লী বিদ্যুতের সীমাহীন দুর্নীতির কারনে গত চার মাস ধরে এলাকায় বিদ্যুত বিতরণে চরম অনিয়ম চলে আসছে। এতে জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ লাইন রক্ষণাবেক্ষন ও সংস্কারের নামে গত চার মাসেরও অধিক সময় ধরে বিদ্যুৎ বিতরণ বন্ধ রেখে জনদুর্ভোগ সৃষ্টি ও পিরোজপুর পল্লীবিদ্রুত সমিতির আওতায় মঠবাড়িয়া জোনাল অফিসের কর্মকর্তা কর্মচারীদের অনিয়ম দূর্ণীতির প্রতিবাদ জানিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি জানানো হয়।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...