ব্রেকিং নিউজ
Home - জাতীয় - ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পিরোজপুর উপকূলে দিনভর অবিরাম বর্ষন- জনজীবন বিপর্যস্ত

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পিরোজপুর উপকূলে দিনভর অবিরাম বর্ষন- জনজীবন বিপর্যস্ত

পিরোজপুর প্রতিনিধি > ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ প্রভাবে পিরোজপুরে অবিরাম বর্ষনে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়ছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই
থেমে থেমে বৃষ্টি পড়লেও শুক্রবার সকাল থেকে অবিরাম বর্ষন অব্যাহত রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবেলায় প্রসাশনের পক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা,উপজেলা এবং ইউনিয়ন পরিষদে করা হয়েছে জরুরী দুর্যোগ প্রস্তুতি সভা। চালু করা হয়েছে কন্ট্রোলরুম। রোয়ানু’র আঘাত থেকে রক্ষা পেতে জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতার সাথে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।
এদিকে, পাড়েরহাট,চড়খালী জেলে পল্লীসহ বিভিন্ন স্থান থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলো ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ খবর তীরবর্তী উপকুলীয় নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছে বলে পাড়েরহাট মৎস্য বন্দর সুত্রে জানা গেছে। জেলার মঠবাড়িয়া, জিয়ানগর, ভান্ডারিয়া সহ সকল উপজেলায় সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর ও ফায়ার সর্ভিসের কর্মকর্তাগণ সতর্ক অবস্থায় রয়েছেন।
জেলার বলেশ্বর,সন্ধ্যা,কচা নদীর পানি স্বাভাবিকের চাইতে ২ থেকে ৩ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। আবহাওয়া বিরূপ হওয়ায় জেলার উপকুল অঞ্চলের মানুষজনের মধ্যে আতংক বিরাজ করছে। নদীগুলোও উত্তাল রয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...