মঠবাড়ীয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারকে অর্থ সহায়তা প্রদান

0
29

মঠবাড়ীয়া, পিরোজপুর – মঠবাড়ীয়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এই চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। জাতীয় সমাজসেবা পরিষদের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে এবং ৪৬টি দরিদ্র পরিবারকে দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ ফেরদৌস ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সহায়তা তাদের জীবনযাত্রায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা করছি।”

অনুষ্ঠানে বক্তারা সরকারি সহায়তার এ কার্যক্রমকে দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

About The Author