মঠবাড়িয়া, পিরোজপুর – মঠবাড়িয়া পৌরসভার বহেরাতলা এলাকায় আজ মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্যসহ একজনকে আটক এবং সরকারি গাছ কাটার দায়ে আরেকজনকে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। দীর্ঘদিন ধরে মাদকসেবনে লিপ্ত থাকায় তার পিতামাতা ছিলেন চরম দুশ্চিন্তাগ্রস্ত। মোবাইল কোর্ট আসামিকে পাঁচশত টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
একই অভিযানে, সরকারি গাছ কাটার অপরাধে আরেকজনকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাদকমুক্ত সমাজ এবং সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের এমন অভিযান নিয়মিত চলবে, যাতে মঠবাড়িয়ার সাধারণ মানুষ সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারে।