ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়ীয়া পৌরসভায় মোবাইল কোর্টে জরিমানা, বাজার নিয়ন্ত্রণে অভিযান

মঠবাড়ীয়া পৌরসভায় মোবাইল কোর্টে জরিমানা, বাজার নিয়ন্ত্রণে অভিযান

মঠবাড়ীয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়ীয়া পৌরসভা এলাকায় বুধবার মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। খাদ্য নিরাপত্তা, যানবাহন শৃঙ্খলা, এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে সচেতনতামূলক এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।

অভিযানে একটি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এ ধরনের কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে, যাতে রেস্টুরেন্ট মালিকরা পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ হন।

পাশাপাশি, শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে পৃথক দু’টি মামলায় দু’টি যানবাহনে ৮,০০০ টাকা জরিমানা করা হয়। যানবাহনগুলো রাস্তার পাশে পার্ক করে ট্রাফিক ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করছিল, যা জনদুর্ভোগের কারণ হচ্ছিল। নির্বাহী কর্মকর্তার মতে, অবৈধ পার্কিং এবং ট্রাফিক আইন লঙ্ঘন কমাতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালানো হবে।

এছাড়াও, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন দোকানে পণ্যের দাম যাচাই করা হয় এবং দোকানদারদের ন্যায্য মূল্য রাখার জন্য সচেতন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম জানান, প্রশাসন জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি করবে এবং যারা আইন লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বাস্থ্য ও জনস্বার্থে পরিচালিত এ ধরনের মোবাইল কোর্টের মাধ্যমে মঠবাড়ীয়ার নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।

About The Author

Leave a Reply

x

Check Also

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মঠবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. মেহেদী হাসানঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আজ ১ নভেম্বর ২০২৪ তারিখে জাতীয় যুব দিবস উপলক্ষে ...