,

মঠবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা

মঠবাড়িয়া প্রতিনিধিঃ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন।

বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কে এম হুমায়ুন কবির ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এতে উপজেলার দুটি বেসরকারি হাসপাতালের ডাক্তাররা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন। ডাক্তাররা জানান, “এখানে অধিকাংশই মেডিসিন রোগী ছিলেন এবং সাধ্যমতো প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। এ মহৎ কাজে অংশ নিতে পেরে আমরা খুশি।”

আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এমন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

About The Author

Leave a Reply