ব্রেকিং নিউজ
Home - অন্যান্য - জনস্বাস্থ্য - মঠবাড়িয়ায় কিশোরীদের জন্য HPV ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শন

মঠবাড়িয়ায় কিশোরীদের জন্য HPV ভ্যাক্সিন কার্যক্রম পরিদর্শন

 

মঠবাড়িয়া প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়া কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সার থেকে সুরক্ষিত রাখতে HPV ভ্যাক্সিন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমটি পরিদর্শন করেন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাক্তার ফেরদৌস ইসলাম।

তুষখালী সাউতুল উলুম ক্যাডেট মাদ্রাসা, ৫৬ নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাস মহল লতীফ ইনস্টিটিউশনে এই ভ্যাক্সিন কার্যক্রম পরিচালিত হয়। ১০-১৪ বছর বয়সী (৫ম-৯ম শ্রেণির) কিশোরীদের জন্য HPV টিকা প্রদান করা হয়, যাতে তারা ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে পারে।

ডা. ফেরদৌস ইসলাম বলেন, “জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV ভ্যাক্সিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগ কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।” স্থানীয় অভিভাবক ও শিক্ষকগণ এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের কন্যাদের ভবিষ্যৎ সুরক্ষায় এমন উদ্যোগের প্রয়োজনীয়তার কথা জানান।

About The Author

Leave a Reply

x

Check Also

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মঠবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. মেহেদী হাসানঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আজ ১ নভেম্বর ২০২৪ তারিখে জাতীয় যুব দিবস উপলক্ষে ...