ব্রেকিং নিউজ
Home - উপকূল - মঠবাড়িয়ায় কার্তিকের জন্য এ আর মামুন খানের উদ্যোগে নতুন ঘর নির্মাণ ও শুভ উদ্বোধন

মঠবাড়িয়ায় কার্তিকের জন্য এ আর মামুন খানের উদ্যোগে নতুন ঘর নির্মাণ ও শুভ উদ্বোধন

মঠবাড়িয়া প্রতিনিধি – পিরোজপুরের মঠবাড়িয়ায় বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খানের আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের তত্ত্বাবধানে জুতা সেলাইয়ের কাজ করা কার্তিকের জন্য নতুন ঘর নির্মাণ শেষে শুভ উদ্বোধন করা হয়েছে। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে কার্তিকের পরিবার এতদিন ভাঙাচোরা ঘরে দুর্দশার মধ্যে বসবাস করছিল।

অনুষ্ঠানে উপস্থিত থেকে এ আর মামুন খান নিজ হাতে কার্তিকের নতুন ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন। তিনি বলেন, “এই ঘর নির্মাণের মাধ্যমে কার্তিকের পরিবারের নিরাপদ ও সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করতে চেয়েছি। মঠবাড়িয়ার মানুষদের জন্য এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

এসময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা প্রকল্পটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কার্তিক বলেন, “আমি এ আর মামুন খান ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের প্রতি চিরকৃতজ্ঞ। আজ আমাদের পরিবার একটি নিরাপদ আশ্রয় পেয়েছে, যা আমাদের জীবনকে নতুনভাবে সাজাতে সাহায্য করবে।”

About The Author

Leave a Reply

x

Check Also

জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে মঠবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো. মেহেদী হাসানঃ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আজ ১ নভেম্বর ২০২৪ তারিখে জাতীয় যুব দিবস উপলক্ষে ...