মঠবাড়িয়ায় স্কুলছাত্রী নিখোঁজ: পরিবারের উদ্বেগ

0
100

অনলাইন ডেস্কঃ পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বান্ধবপাড়া গ্রামের ১৫ বছর বয়সী স্কুলছাত্রী মোসাঃ মরিয়ম আক্তার নিখোঁজ রয়েছেন। গত ২৩ অক্টোবর ২০২৪ তারিখে দুপুর ১.২০ মিনিটে স্কুলের টিফিন ব্রেকে বাসায় ফিরে খাবার খেয়ে ১.৪০ মিনিটে পুনরায় স্কুলের উদ্দেশ্যে রওনা হয় মরিয়ম। তবে, স্কুলে সে আর পৌঁছায়নি। বিকেল ৪টায় স্কুল ছুটির পরও বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে খোঁজ শুরু হলে জানা যায়, বান্ধবপাড়া স্ট্যান্ড থেকে সে নিখোঁজ হয়েছে।

নিখোঁজ হওয়ার সময় মরিয়মের পরনে ছিল কালো হিজাব, কালো বোরকা, এবং কালো ব্যাগ। এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি, এবং তার বর্তমান অবস্থা অজানা।

মরিয়মের পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে, কেউ যদি তার কোনো খোঁজ পান বা ছবির সাথে মিলিয়ে দেখে থাকেন, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে:

– 01722858123
– 01320-663314
– 01609549635
– 01750433081

এ ব্যপারে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। মরিয়মের দ্রুত সন্ধান পেতে সকলকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

About The Author