ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - কাউখালীর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

কাউখালীর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে স্কুলছাত্র নিখোঁজ

কাউখালী প্রতিনিধি :

পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে গোসল করার সময় মো. হাসান(৯) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। আজ রবিবার বিকাল পর্যন্ত স্থানীয় মানুষজন, ডুবুরিদল ও ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে খোঁজাখুঁজির পরও শিশুটির লাশের সন্ধান মলেনি। নিখোঁজ শিশু হাসান লক্ষীপুর নিবাসী শাহাবুদ্দিন হোসেন এর ছেলে। সে চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করছে।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব আবাসনের বাসিন্দা জামাল তালুকদার এর ভায়রার ছেলে শিশু মো. হাসান খালু বাড়ি বেড়াতে আসে। শনিবার দুপুরে সে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হয়। পরে শিশুটির স্বজনরা নদীতে খোজাখুঁজি কওে না পেয়ে উপজেলা প্রশাসনে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ডুবুরি দল গত দুইদন ধরে নিখোঁজ শিশুটির নদীতে সন্ধান চালালেও তার খোঁজ মেলেনি।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে গোছল করার সময় শিশুটি নদীর জোয়ারের স্রোতে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছে। দুইদন ধওে নদীতে সন্ধান চালিয়ে তার হদিস মেলেনি।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম মতবিনিময় ...