ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - মঠবাড়িয়ায় উত্তপ্ত পিচে তিন শ্রমিক দগ্ধ

মঠবাড়িয়ায় উত্তপ্ত পিচে তিন শ্রমিক দগ্ধ

মঠবাড়িয়া প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় সড়ক মেরামতের সময় উত্তপ্ত পিচে নারীসহ তিন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। আজ শনিবার বিকালে উপজেলার বেতমোড় রাজপাড়া সড়ক মেরামতের কাজ চলার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকরা হলেন শাহিন মিয়া (২৮), আলমগীর হোসেন (২৫) ও রেশমা বেগম (৩০)। আহত শাহিন মিয়া বাগেরহাট জেলার ও আলমগীর ও রেশমার বাড়ি সাতক্ষীরা জেলায় বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বেতমোড় রাজপারা ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে পাকাকরণের কাজ চলছিল। শনিবার বিকেল ট্রলি ভর্তি উত্তপ্ত পিচ বহন করে নিয়ে যাওয়ার সময় ঝাঁকুনিতে ট্রলিতে বহনকৃত উত্তপ্ত পিচ সড়ক নির্মাণের তিন শ্রমিকের শরীরে ছিটকে পড়ে। এতে তারা মারত্মকভাবে দগ্ধ হন। পরে অপর শ্রমিকরা তাদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস প্রিন্স জানান, উত্তপ্ত পিচে শ্রমিকদের শরীর মারত্মকভাবে ঝলসে গছে। দ্রুত তাদের বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। তাদের উন্নত চিকিৎসা প্রয়োজন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...