ব্রেকিং নিউজ
Home - উপকূল - বড় ভাইয়ের মৃত্যুর সংবাদে শোকাহ ছোট বোনের মৃত্যু

বড় ভাইয়ের মৃত্যুর সংবাদে শোকাহ ছোট বোনের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামের বড় ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে তার ছোট বোনও কিছুক্ষনের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরন করেছেন। তেজদাসকাঠির তালুকদার বাড়িতে আজ বৃহস্পতিবার দুপুরে ভাই-বোনের জানাজা নামাজ শেষে তাদেরকে নিজ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, পিরোজপুরের তেজদাসকাঠীর হাজী আসমত আলী তালুকদারের ছেলে অব: সরকারি কর্মকর্তা মোঃ জাফরুল হাসান (৭৩) ঢাকার শান্তিবাগের নিজ বাসায় বুধবার রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিযা বন্ধ হয়ে মৃত্যৃবরন করেন। একই বাসার নিচতলায় বসবাসকারি ছোট বোন মাহমুদা বেগম (৫০) বড় ভাইয়ের মৃত্যৃর সংবাদ শুনে ভাইয়ের বাসায় ছুটে আসেন। এসময় বোন মাহমুদা বেগম আর্তনাদের এক পর্যায় তিনিও হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুরকোলে ঢলে পরেন। উভয়কে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন। একই সময় দু’ভাই-বোনের এমন মৃত্যুতে তাদের নিজ বাড়ি তেজদাসকাঠি তালুকদার বাড়িতে এক হৃদয়বিদারাক ঘটনার সৃষ্টি হয়। মৃত্যু কালে ভাই হাসানের দু’ছেলে এবং স্ত্রী ও বোন মাহমুদা বেগম দু’ ছেলে রেখে গেছেন।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও‘র মতবিনিময় সভা

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম মতবিনিময় ...