ব্রেকিং নিউজ
Home - অপরাধ - মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা ! ৪জন গ্রেফতার

মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে হত্যা ! ৪জন গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি 🔴🟢

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত যুবক দুলাল হাওলাদার (৩৩) নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত দুলাল উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের কুটি মিয়ার হাওলাদারের ছেলে। পুলিশ এ হামলার ঘটনার প্রধান অভিযুক্ত ফয়সাল সহ চারজনকে গ্রেফতার করেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানাযায়, সম্প্রতি নিহত দুলালের ভাইপো শিশু বেল্লাল (৫) এর সাথে প্রতিবেশী রেবা বেগমের পুত্র ইফাত (১০) এর পুকুরে সাঁতার কাটা নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ তুচ্ছ ঘটনা পরবর্তীতে চরম আকার ধারন করে। ওই বিরোধের ধরে বৃহস্পতিবার সকালে নিহত দুলালের ছোট ভাই ইজিবাইক চালক হেলাল হাওলাদার বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ রেবা বেগমের ভাই রমজান, ফয়সাল ও চাচাত ভাই ওমর হেলালকে মারধর করে। ঘটনার দিন বিকেলে নিহত দুলাল প্রতিপক্ষের কাছে তার ছোট ভাই হেলালকে মারধরের কারন জানতে চাইলে কিশোর গ্যাং সদস্য রমজান (২২), ওমর (১৭), ফয়সাল (২৮) সহ ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে দুলালকে এলাপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা গুরুতর আহত দুলালকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক দুলালকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আজ শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ ঘটনায় নিহত দুলালের পিতা কুটি মিয়া বাদী হয়ে পতিপক্ষ ছয়জন নামীয় ও অজ্ঞাত আরো তিন জনকে আসামী করে মঠবাড়িয়া একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে বলেন, হামলার ঘটনায় রাতেই মামলা রুজু করা হয়। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। জড়িত আসামীদের চারজন গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...