ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - পিরোজপুরে ট্রাকচাপায় মঠবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান নিহত

পিরোজপুরে ট্রাকচাপায় মঠবাড়িয়ার সাবেক ইউপি চেয়ারম্যান নিহত


পিরোজপুর প্রতিনিধি 🔴🟢
পিরোজপুরে ট্রাকচাপায় মিয়া মো. ফারুক হোসেন (৬০) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (০৪ মার্চ) রাতে জেলার সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের কলবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, হতাহতরা সবাই একই ইজিবাইকে ছিলেন। আহতরা হলেন- সদর উপজেলার হোরেরহাওলা গ্রামের সোবাহান খানের ছেলে নুরুজ্জামান খান (৪০), শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার খালেক সরদারের ছেলে হামিদ সরদার (৪৫), সদর উপজেলার নরখালী এলাকার মোকসেদ আলীর ছেলে নুরুল আমিন (৪৫), ইন্দুরকানী উপজেলার বালিপাড়া এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে কিবরিয়া হাওলাদার (২৮) এবং জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের দীঘিরজান গ্রামের ভুবন রায়ের ছেলে জগদিশ রায় (৩১)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পিরোজপুরগামী মালবাহী একটি ট্রাক কালিবাড়ি এলাকায় ব্যাটারিচালিত একটি ইজিবাইককে পিছন থেকে চাপা দেয়। এ সময় ইজিবাইকে থাকা জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউপি চেয়ারম্যান ঘটনাস্থালেই মারা যান। বাকি পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: তন্ময় মজুমদার জানান, ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকি তিন জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নিহতের পরিচয় পাওয়া গেছে। তিনি জেলার মঠবাড়িয়া উপজেলার ধাঁনিসাফা ইউপির সাবেক চেয়ারম্যান মো. ফারুক হোসেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

Leave a Reply

x

Check Also

মঠবাড়িয়ায় জাতীয় মানবাধিকার ইউনিটি সংগঠনের উদ্যোগে রোজদারদের ইফতার বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় স্বেচ্ছাসেবি সংগঠন জাতীয় মানবাধিকার ইউনিটির উদ্যোগে মাহে রমজানে সহস্রাধিক মানুষের ...