ব্রেকিং নিউজ
Home - মঠবাড়িয়া - ৩৩৩ নম্বর কল করলে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ীতে পৌছলো কাউখালীর ইউএনও

৩৩৩ নম্বর কল করলে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ীতে পৌছলো কাউখালীর ইউএনও


কাউখালী প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে করোনাকালীন/প্রাকৃতিক দূযোর্গে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রপ্তির জন্য কাউখালী উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবার ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সাহায়তা পেলো। আজ মঙ্গলবার বিকালে উপজেলার পারসাতুরিয়া, নিলতী সহ বিভিন্ন এলাকার ফোন করা ব্যাক্তিদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা। পারসাতুরিয়া গ্রামের রিনা বেগম জানান, ৩৩৩ নম্বর কল দিয়ে খাদ্য সামগ্রী চাইলে আজই আমার বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে গেছে। খাদ্য সামগ্রী প্যাকেটে রয়েছে চাল, তৈল,লবন।

Leave a Reply

x

Check Also

লাইটার জাহাজের ধাক্কায় চরখালী ফেরিঘাটের গ্যাংওয়ে বিধ্বস্ত 🔴 যানবাহন চলাচল বন্ধ

বিশেষ প্রতিনিধি : পিরোজপুরের ভাণ্ডারিয়ার কঁচা নদীর চরখালী-টগরা ফেরিঘাটের চরখালী ঘাটে একটি জাহাজের ধাক্কায় ফেরির ...